নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
গত বুধবার সিআইটি রোডের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। আজ দুপুরে বাড়ি ফিরবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি সম্পূর্ন সুস্থ আছেন। এক্স-রে রিপোর্টও ঠিক আছে। নতুন করে কোনো সমস্যা দেখা দেয়নি।
আরও পড়ুনঃ বিহার থেকে তুলে নেওয়া হল লকডাউন, জারি থাকবে নাইট কার্ফু
উল্লেখ্য, গত ১৮ মে মারণ ভাইরাস করোনায় আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর ২৫ মে অবস্থার অবনতি হলে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ২রা জুন ছাড়া পান। তারপর থেকেই ওই নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি, তবে এখন তিনি করোনামুক্ত এবং সুস্থ রয়েছেন, জটিল কোনো সমস্যা নেই। তাই আর কোয়ারান্টিনে থাকার প্রয়োজন নেই।
তবে চিকিৎসকরা জানিয়েছেন, সিওপিডি-এর সমস্যা থাকায় দরকারে নেবুলাইজার বা বাইপ্যাপ সাপোর্ট নিতে হতে পারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584