নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
দীর্ঘ দিনের লড়াই শেষ। করোনা ভারতীয় খেলার মাঠে খেলে নিল প্রথম প্রাণ, প্রয়াত ভারতের প্রাক্তন ওপেনার চেতন চৌহান। গত মাসে করোনা তে আক্রান্ত হন তিনি। তারপর লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে।
পরে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে স্থানান্তরিত করা হয় চৌহানকে। রক্তচাপও স্বাভাবিক ছিল না.শরীরে নানা সমস্যা ছিল। ৭৩ বছরে চলে গেলেন তিনি।
Former Indian cricketer and UP Minister Chetan Chauhan passes away at a hospital in Gurugram.
He had tested positive for #COVID19. (File pic) pic.twitter.com/9viVVURezX
— ANI (@ANI) August 16, 2020
১৯৬৯ সালে প্রথম টেস্ট খেলেন। চল্লিশটা টেস্ট ও সাতটা ওয়ানডে ম্যাচে দেশের হয়ে খেলেন। এছাড়া ২০০১ ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ের সিরিজের ম্যানেজারও ছিলেন. অস্ট্রেলিয়া টেস্ট দুই হাজারের অপর রান করেন। ১৯৮১ সালে অর্জুন পেয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584