করোনা মোকাবিলায় দুঃস্থদের পাশে মহারাজ

0
55

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। ক্রমশ বাড়ছে করোনায় আক্রান্তদের সংখ্যা। গোটা দেশে মৃতের সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। এহেন পরিস্থিতিতে দুঃস্থদের পাশে এসে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দুঃস্থদের অন্ন সংস্থানের জন্য ৫০লক্ষ টাকার চাল বিতরণ করবেন তিনি।

former cricketer sourav ganguly support to underprivileged | newsfront.co
ছবিঃ টুইটার

সিএবি-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, একটি চাল প্রস্তুতকারক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই আয়োজন করা হচ্ছে। সিএবি দ্বারা প্রশংসিত হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই উদ্যোগ। সৌরভের এরূপ উদ্যোগে খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও।

আরও পড়ুনঃ টিকটকে অভিনব উদ্যোগে করোনা বধ ১ রাজ্যবাসীর

করোনার কবল থেকে মানুষকে বাঁচাতে ইডেন গার্ডেন্স ব্যবহার করার প্রস্তাবও দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রাজ্যসরকার চাইলে মানুষের চিকিৎসার জন্য সরকারের হাতে ইডেন তুলে দিতে রাজি মহারাজ। করোনা মোকাবিলায় সবসময় সরকারের পাশে আছেন বলে আশ্বাসও দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here