কার্ফু ভেঙে গ্রেফতার, মুক্তি পেলেন রায়না

0
71

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

অবাক করার মত ঘটনা। গ্রেফতার করা হল ভারতের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়নাকে। কিন্তু কেন? জানা গেছে মুম্বইয়ের ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখানে পার্টিতে ব্যস্ত ছিলেন রায়না। সেই পার্টি থেকেই গ্রেফতার করা হয় রায়নাকে। রায়না ছাড়াও ছিলেন জনপ্রিয় গায়ক গুরু রনধাওয়া। যদিও দু’জনেই জামিনে আপাতত মুক্তি পেয়েছেন।

Suresh Raina | newsfront.co

রায়না ও গুরু ছাড়াও এই ক্লাবে এদিন ছিলেন হৃতিক রোশনের স্ত্রী সুজান খান ও আরেক জনপ্রিয় গায়ক বাদশাও। সোমবার গভীর রাতে ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যেই ছিলেন রায়না এবং গুরু। তাঁদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুনঃ দুই শয্যার অ্যাপার্টমেন্টে দিন কাটছে রোহিতের

প্রসঙ্গত, সোমবারই করোনার জন্য নাইট কার্ফু জারি করেছিল মহারাষ্ট্র সরকার। এমনকি ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল তারা। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সময় নির্ধারিত হয়েছে কারফিউয়ের জন্য।

সেইসঙ্গে নতুন বছরকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অবধি করোনা রুখতে বেশ কিছু নিয়ম এনেছে সরকার। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। সেখানে ছিলেন রায়না-সহ অন্যেরা। সেই জন্যই গ্রেফতার বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here