আগের ধোনি কি এই ধোনিকে মেনে নিতো প্রশ্ন ইরফানের

0
54

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

dhoni | newsfront.co

চলতি মরসুমে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। কিপিংয়ে ভালো পারফর্ম করলেও ব্যাটিং ও ক্যাপ্টেন্সি খুব খারাপ হয়েছিল। অনেকে তার ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন এবার তুললেন ধোনির প্রায় একসঙ্গে উঠে আসা প্রাক্তন ভারতীয় পেসার ইরফান পাঠান তিনি প্রশ্ন করছেন আগের সেই অধিনায়ক ধোনি কি মেনে নিতেন আজকের এই ধোনিকে? এই বিষয়ে জবাব দিলেন ইরফান পাঠান।

আরও পড়ুনঃ জন্মদিনে মজে বিরাট

জুনিয়র পাঠান বলেছেন, “আমরা যদি পরের মরসুম নিয়ে আলোচনা করি, যেভাবে দেখেছি গোটা মরসুম মহেন্দ্র সিং ধোনিকে কিভাবে খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, আমার মাথায় একটাই প্রশ্ন ছিল, ২০১০ কিংবা ২০১১ এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ২০২০ সালে আজকের পরিস্থিতিতে থাকা মহেন্দ্র সিং ধোনিকে কি বলত? উনি হয়ত বলতেন যে পরের বছর আরও বেশি ফিটনেস আর পারফর্মেন্সের সাথে ফিরে আসতে। আর এটা পরিষ্কার যে উনি তাইই করবেন, এটাই ওনার কাছে আশা করা যায়। কারণ বাকি সিনিয়র ক্রিকেটার যাদের ফিটনেস ছিল না ধোনি কিন্তু তাঁদের খেলায়নি ওর থেকে সেটা ই আশা করবো।”

দীর্ঘদিন ধোনির অধিনায়কত্বে ভারতীয় দলে খেলেছেন ইরফান। এছাড়াও রাইজিং পুনে সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংসেও মাহির অধীনে খেলেছেন। প্রাক্তন ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেলের খুব প্ৰিয় ক্রিকেটার ছিলেন ধোনি ও পাঠান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here