মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল দিল্লি এইমস-এর প্রাক্তন বিভাগীয় প্রধান চিকিৎসক জিতেন্দ্রনাথ পাণ্ডে-র। বয়স হয়েছিল ৭৯ বছর। এইমস-এর পালমোনলজি বিভাগের চিকিৎসক ছিলেন তিনি। করোনা পজিটিভ প্রমাণিত হওয়ায় তাঁর স্ত্রীকে এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার ডাঃ পাণ্ডে ও তাঁর স্ত্রীর লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের উপসর্গ খুব সামান্য ছিল। তাই বাড়িতেই আইসোলেশনে ছিলেন তাঁরা। শনিবার রাতে ডিনার করে শুতে যান ডাঃ পাণ্ডে। এরপর রাতেই তাঁর মৃত্যু হয়। সম্ভবত ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন এইমস চিকিৎসক।জিতেন্দ্র নাথ পাণ্ডের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আরও পড়ুনঃ পিএম কেয়ার্সে অনুদানের পর ২ হাজার কর্মী ছাঁটাই ইন্ডিয়াবুলসের, উত্তাল সোশ্যাল মিডিয়া
নিজের টুইটার হ্যান্ডেলে তিনি জানিয়েছেন, ‘ডাঃ পাণ্ডের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। দীর্ঘ দিন দায়িত্ব পালনের পরে তিনি এইমস থেকে অবসরগ্রহণ করেন। তবে এর পরেও করোনাভাইরাসে মৃত্যুর আগে পর্যন্ত তিনি অন্য এক হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। দিল্লি আপনাকে স্যালুট জানাচ্ছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584