নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
এবার ফুটবল মাঠে নয় রাজনীতির ময়দানে দেখা যাবে রহিম নবি, মেহেতাব হোসেনকে। তৃণমূলের নবিকে চাপে রাখতে বিজেপি তাঁদের দলে নিয়ে নিল তার বন্ধু মেহেতাবকে। এদিন তিনি রাজ্য বিজেপি সদর দফতর মুরলী ধর স্ট্রিটের অফিসে গিয়ে বিজেপিতে যোগদান করলেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপিতে গেলেন বলে জানান মেহতাব। এছাড়া দলের সঙ্গে থেকে সংখ্যালঘুদের উন্নয়ন করাও তার প্রাধান্য থাকবে। তার সঙ্গে যোগ দিলেন গায়ক ঋদ্ধি বন্দোপাধ্যায়। তবে মেহেতাব ফুটবল ছাড়বেন না। নিজের একাডেমি নিয়ে কাজ চালিয়ে যাবেন। কোচিং লাইসেন্স করে কোচিং করানোতেও মনোনিবেশ করবেন।
আরও পড়ুনঃ আইপিএল খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন বোল্ট
প্রসঙ্গত ২০১৯ সালে মোহনবাগানের হয়ে যুবভারতীতে ইন্ডিয়ান আরজের বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেন তিনি। গত কলকাতা লীগে সাদানের হয়ে কোচিংও করতে দেখা যায় মিড ফিল্ড জেনারেলকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584