নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি এলাকায় সোমবার তৃণমূল কংগ্রেসের দুই নেতা-কর্মীর গুলিবিদ্ধের ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধরা হলেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুল হুসেন ও স্থানীয় কর্মী মহম্মদ মুস্তফা। তাদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় যুক্ত সন্দেহে স্থানীয় একজনকে মারধর করা হলে রাতে তাকে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। চোপড়ার বিধায়ক তৃণমূলের হামিদুর রহমান এই ঘটনার পিছনে সিপিএম-কংগ্রেস জোটকে দায়ী করেছেন। যদিও জোট নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেন।গোয়াবাড়ি এলাকায় দলের কয়েকজন নেতা-কর্মী রাস্তার কাজ নিয়ে আলোচনা করার সময় দুষ্কৃতীরা হঠাৎ হামলা চালায় বলে অভিযোগ।
আরও পড়ুনঃ রামপুরহাটে তৃণমূলের প্রতিবাদ মিছিল
বিধায়ক হামিদুর রহমান বলেন, কয়েকজন চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এমন সময় ৪-৫ জন লোক এসে গুলি চালালে এলাকার প্রাক্তন প্রধান সহ এক দলীয়কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ বিজেপির
ব্লক কংগ্রেস সভাপতি তথা দাসপাড়া এলাকার বাসিন্দা অশোক রায় বলেন, “এদিন জোট কর্মীদের নিয়ে বিডিও অফিসে এক কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলাম। এলাকায় যে ঘটনা ঘটেছে তা তৃণমূল কংগ্রেসের নেতাদের গোষ্ঠীকোন্দলের জের। ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বলে মনে হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584