নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
২০০০ সালে হরিয়ানার শিক্ষক দুর্নীতি মামলায় ১০ বছর কারাদণ্ডের মেয়াদ শেষ করে ছাড়া পেলেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। শুক্রবার কারাবাসের মেয়াদ শেষ হয় তাঁর। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ২০০৮ সালে দোষী সব্যস্ত হয়েছিলেন চৌতালা। এই ঘটনার তদন্তের দায়িত্ব ছিল সিবিআই-এর হাতে। ২০১৩ সালে দিল্লি কোর্ট ওম প্রকাশ চৌতালা এবং তাঁর বড় ছেলে অজয় সিংহ চৌতালাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। মামলায় সাজা হয় আরও ৫৩ জনের।
ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) প্রধান চৌতালাকে এর আগেও বয়স ও স্বাস্থ্যের কারণে প্যারোলে ছাড়া হয়েছিল। মুক্তির পর দিল্লি-হরিয়ানা সীমানায় চৌতালা বলেন, “গরিব এবং কৃষকদের স্বার্থে আমার লড়াই চলবে।”
আরও পড়ুনঃ রাজ্যকেই নিতে হবে ‘ভোট পরবর্তী হিংসা’য় আক্রান্তদের চিকিৎসা ও রেশনের দায়িত্ব, কড়া নির্দেশ হাইকোর্টের
শুক্রবার তিহার জেলে গিয়ে যাবতীয় আইনি আনুষ্ঠানিকতা পূরণ করেন ৮৬ বছরের জাঠ নেতা ওম প্রকাশ চৌতালা এবং তাঁর বড়ছেলে অজয় চৌতালা। এরপর জেল কর্তৃপক্ষের তরফে দিল্লি সরকারের জারি করা নির্দেশিকা মেনে তাঁদের মুক্তি দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584