শিক্ষকের প্রয়াণে শোক বিহ্বল পাঁশকুড়া

0
134

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

প্রয়াত হলেন পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গর্ব রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক নির্মল চন্দ্র মাইতি । ইন্দ্রপতন ঘটলো পাঁশকুড়ার শিক্ষাব‍্যবস্থার।জীবনের প্রতিটি ক্ষণেই কলেজ গড়ার কাজে ব্রতী ছিলেন তিনি । শত সমস্যার মাঝেও গড়ে তুলেছিলেন সিদ্ধিনাথ মহাবিদ্যালয়।

teacher dead | newsfront.co
নিজস্ব চিত্র

ওনার প্রয়াণে শোকস্তব্ধ শিক্ষাব্যবস্থা । তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে করোনা মহামারিকে পিছনে ফেলে মাস্ক পরে গ্রামবাসীরা ভিড় করেন। ১৮ তারিখ শরীরিক অসুস্থতার জন্য ভর্তি হন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। ২৯শে সেপ্টেম্বর এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ।

আরও পড়ুনঃ টাংগন নদীর জল বৃদ্ধিতে কপালে ভাঁজ

মঙ্গলবার ওনাকে শ্রদ্ধা জানাতে উৎসুক মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জানা গেছে পার্শ্ববর্তী এলাকা সহ নিজের এলাকার মানুষের কাছে অতি পছন্দের মানুষ ছিলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এই প্রথম প্রধান শিক্ষক মহাশয় ৷

শত কষ্টের মাঝেও সাধারণ মানুষের জন্য একাধিক সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ তাঁর মৃত্যুতে একদিকে যেমন শোকাহত গোটা এলাকা অপরদিকে দুঃখে ভেঙে পড়েছে পরিবার পরিজনেরাও ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here