নতুন নির্বাচন কমিশনারের দায়িত্বে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য সচিব অনুপ চন্দ্র পান্ডে

0
80

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন ১৯৮৪ ব্যাচের অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার অনুপ চন্দ্র পান্ডে। ২০১৯ সালে অবসর গ্রহণের আগে তিনি উত্তরপ্রদেশের মুখ্য সচিবের দায়িত্বে ছিলেন।

Anupchandra Pandey | newsfront.co
অনুপ চন্দ্র পান্ডে। সৌজন্যেঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের‌ লেজিসলেটিভ ডিপার্টমেন্ট থেকে বিজ্ঞপ্তি জারি করে তাঁর ইলেকশন কমিশনার হিসাবে নিয়োগের কথা ঘোষণা করা হয়। গত এপ্রিলে সুনীল অরোরা মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর গ্রহণের পর কমিশনের পোল প্যানেলে একটি শূন্য পদ তৈরি হয়। নিয়ম অনুযায়ী পোল প্যানেলে এই পদের তিনটি। এই তিনজনের মধ্যে একজন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব সামলান। ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে এসেছেন সুশীল চন্দ্র। আরেক নির্বাচন কমিশনার হিসেবে কাজ করছেন রাজীব কুমার। হলে কমিশনের শূন্যপদ এখন পূর্ণ।

আরও পড়ুনঃ বিহার থেকে তুলে নেওয়া হল লকডাউন, জারি থাকবে নাইট কার্ফু

উল্লেখ্য আগামী বছরই বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে। সেই উত্তরপ্রদেশ থেকেই বেছে নেওয়া হল নতুন নির্বাচন কমিশনার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here