উত্তরপ্রদেশের তৃতীয় ‘উপলোকায়ুক্ত’ হিসেবে নিযুক্ত হলেন বাবরি মামলার বিশেষ সিবিআই বিচারক

0
101

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

বাবরি মসজিদ মামলার বিশেষ সিবিআই আদালতের বিচারক ‘উপলোকায়ুক্ত’ নিযুক্ত উত্তর প্রদেশে। বাবরি মসজিদ ভাঙ্গায় অভিযুক্ত ৩২ জন বিজেপি নেতা বেকসুর খালাস হন বিশেষ সিবিআই আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদবের রায়ে।

Former CBI Judge SK Yadav | newsfront.co
সুরেন্দ্র কুমার যাদব। ছবি সৌজন্যেঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্র কুমার যাদবের রায়ে ৩০ সেপ্টেম্বর, ২০২০ বাবরি মসজিদ মামলা থেকে মুক্তি পান ৩২ জন অভিযুক্ত বিজেপি নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য, লালকৃষ্ণ আদবানি, এমএম জোশী, উমা ভারতী, কল্যাণ সিং প্রমুখ। ১৯৯২ সালে ৬ডিসেম্বর বিজেপির প্রকাশ্য উস্কানিতে ভাঙা হয় বাবরি মসজিদ, ঘটনায় সরাসরি অভিযুক্ত ছিলেন ৩২ জন বিজেপি নেতা। দীর্ঘদিন মামলা চলার পর গতবছর বিশেষ সিবিআই আদালতের রায়ে বেকসুর খালাস হন এই ৩২ জন।

আরও পড়ুনঃ রাজ্যে ভোট চলাকালীন নতুন মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে এলেন সুশীল চন্দ্র

এই সুরেন্দ্র কুমার যাদব নিযুক্ত হলেন উত্তরপ্রদেশের তৃতীয় ‘উপলোকায়ুক্ত’। সোমবার লোকায়ুক্ত সঞ্জয় মিশ্র শপথবাক্য পাঠ করান তাঁকে। অন্য দুই উপলোকায়ুক্ত হলেন শম্ভু সিং যাদব এবং দীনেশ কুমার সিং। ‘উপলোকায়ুক্ত’-এর কার্যকাল নির্দিষ্ট থাকে আট বছর।

আরও পড়ুনঃ দুসপ্তাহ পরে ফের রাফাল মামলার শুনানি সুপ্রীম কোর্টে

অরাজনৈতিক ব্যক্তিত্বরাই লোকায়ুক্ত নিযুক্ত হন। মূলত দুর্নীতি, সরকারি অব্যবস্থা এবং সরকারি কর্মী বা মন্ত্রীদের ক্ষমতার অপব্যবহার এই বিষয়গুলির সূক্ষ্ম দৃষ্টি রাখাই তাঁদের কাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here