নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগের প্রধান সচিব পদে এবার নিযুক্ত করা হল কলকাতার প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারকে। বৃহস্পতিবারই একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই কথা। অনেকদিন ধরেই রাজ্য সিআইডির অতিরিক্ত ডিজি-র দায়িত্বভার সামলাচ্ছিলেন রাজীব কুমার।

এর আগে ২০১৪ সালে সারদা চিটফান্ড কেলেঙ্কারির মামলাটি সিবিআই-এর কাছে হস্তান্তর করার আগে তা আইপিএস অফিসার, রাজীব কুমারের অধীনেই ছিল। বিশেষ তদন্ত দলের গুরুদায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি সেই সময়ে তিনি বিধাননগরের পুলিশ কমিশনার পদেও নিযুক্ত ছিলেন।
আরও পড়ুনঃ যাত্রীবাহী ট্রেন ভাড়ায় পরিবর্তন, পূর্ব ইঙ্গিত রেলবোর্ড চেয়ারম্যানের
উল্লেখ্য, সারদা মামলা প্রসঙ্গে চলতি বছরের ফেব্রুয়ারিতে শিলংয়ে পাঁচ দিনেরও বেশি সময় ধরে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তে সহায়তা করায়, বেশ কয়েকবার তলব পেয়ে তিনি হাজির হয়েছিলেন সল্টলেকের সিবিআই দফতরে।
আইপিএস অফিসার দেবাশীস সেনের অধীনে এবার অভিষেক হবে রাজীব কুমারের। এর আগে অতিরিক্ত মুখ্য সচিব হিসাবে এই বিভাগের দায়িত্ব সামলাচ্ছিলেন দেবাশীস সেন।
আরও পড়ুনঃ তমলুকে রাজ্য সরকারের উদ্যোগে কৃষি-প্রাণীসম্পদ মেলার আয়োজন
রাজ্য সরকারের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেবাশীস সেন এখন পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (হিডকো) সভাপতি হিসাবেই থাকবেন। পাশাপাশি নবদিগন্ত শিল্পাঞ্চল জনপদ কর্তৃপক্ষের সভাপতি হিসাবেও অতিরিক্ত দায়িত্ব সামলাতে হবে তাঁকে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584