১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর দুর্নীতির অভিযোগে গ্রেফতার মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ

0
84

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

আর্থিক দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে গ্রেফতার করল ইডি। টানা ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে অনিল দেশমুখকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Anil Deshmukh
অনিল দেশমুখ

বেআইনীভাবে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে। শুধু তাই নয়, মুম্বইয়ের শীর্ষ পুলিশকর্মীর মাধ্যমে তোলা আদায়ের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এই অভিযোগ ঘিরেই শুরু হয় বিতর্ক। আর সেই কারণেই চলতি বছরে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ইস্তফা দেন অনিল দেশমুখ। এরপরই শুরু হয় তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য অনিল দেশমুখকে তলব করে ইডি। কিন্তু সেই সমন এড়াতে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দেশমুখ। যদিও তাতে কোনও লাভ হয়নি। শুক্রবার তাঁর সেই আর্জি খারিজ করে দেয় আদালত।

আরও পড়ুনঃ রাজ্যে ৪ বিধানসভা কেন্দ্রে চলছে ভোট গণনা, চার কেন্দ্রেই এগিয়ে তৃণমূল

সোমবার ১২ ঘন্টার জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায়  রাতেই অনিল দেশমুখকে গ্রেফতার করে ইডি। ৭১ বছর বয়সি এই রাজনীতিবিদ সোমবার একটি ভিডিয়োবার্তায় বলেন, ‘‘আমার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে, তার সবটাই ভুয়ো।’’ তবে তাতে চিঁড়ে ভেজার নয়। শেষপর্যন্ত আর্থিক দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করল ইডি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here