ওয়েব ডেস্ক, দিল্লিঃ
রবিবার সকালে দিল্লি এইমসে প্রয়াত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রঘুবংশ প্রসাদ সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মনমোহন সিংহের সরকারের ইউপিএ-১-এ গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন তিনি। জুনে তিনি করোনায় আক্রান্ত হন।
করোনাভাইরাস থেকে সেরে উঠলেও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর শরীরে বেশকিছু জটিলতা দেখা দেয়। কোভিড পরবর্তী অসুস্থতার কারণে গত এক সপ্তাহ যাবৎ তিনি দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত থেকে তিনি ভেন্টিলেটরে ছিলেন।
লালু প্রসাদ যাদবের একদা ছায়াসঙ্গী রঘুবংশ সম্প্রতি রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন। এনআরইজিএ (জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন)-এর ধারণা পোষণ এবং বাস্তবায়নে তিনি কৃতিত্বের ছাপ রেখেছিলেন। গণিতে পিএইচডি রঘুবংশ অধ্যাপক ছিলেন। একাদা ছায়াসঙ্গীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন লালু প্রসাদ যাদব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584