শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
সুপ্রিম কোর্টের আইনি রক্ষাকবচ পাওয়ার পর আজ বৃহস্পতিবার মুম্বাই স্পেশাল ব্রাঞ্চের দপ্তরে হাজিরা দিলেন মুম্বাই পুলিশের প্রাক্তন শীর্ষকর্তা পরমবীর সিং। আজ সকালে চণ্ডীগড় থেকে মুম্বাই বিমানবন্দরে পৌঁছন তিনি। বিমানবন্দরেই সাংবাদিকদের জানান আদালতের নির্দেশ মেনে তদন্তে সহযোগিতা করবেন তিনি।
মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলায় কয়েক কোটি টাকার তোলাবাজির অভিযোগ ওঠে তৎকালীন মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং-এর। ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন অনিল দেশমুখ এবং বর্তমানে ইডি-র হেফাজতে রয়েছেন তিনি। তারপর থেকেই গত মে মাস থেকে আর কাজে যোগ দেননি পরমবীর সিং। সন্দেহ করা হচ্ছিল তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন। গত সোমবার তাঁর আইনজীবী সুপ্রিম কোর্টে জানান যে তাঁর মক্কেল দেশেই আছেন কিন্তু মুম্বাই পুলিশের থেকে একাধিক হুমকি পাওয়ার কারণে তিনি আত্মগোপন করে রয়েছেন। আদালতের কাছে পরমবীরের গ্রেপ্তারিতে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানান তিনি।
আরও পড়ুনঃ উত্তর-পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল দিল্লির আদালত
সুপ্রিম কোর্ট প্রাক্তন এই পুলিশ কর্তার গ্রেপ্তারিতে আইনি সুরক্ষা দেয় এবং তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়ে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলে। আইনি সুরক্ষা পাওয়ার পর অবশেষে আজ মুম্বাই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে হাজির হলেন পরমবীর সিং, জানিয়েছেন তদন্তে সবরকম সহযোগিতা করতে তিনি প্রস্তুত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584