অসুস্থ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, ভর্তি দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগে

0
73

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

ফের অসুস্থ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবার তাঁকে দিল্লির এইমসের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জ্বর এবং দুর্বলতা রয়েছে তাঁর। পাশাপাশি শ্বাসকষ্ট জনিত সমস্যাতেও ভুগছেন তিনি। কোভিড টিকার জোড়া ডোজ নেওয়ার পর ১৯ এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি। সেইসময়ও তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয়েছিল।

Manmohan Singh
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

প্রায় নব্বইয়ের কাছাকাছি বয়স হওয়ায় তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকরা। তবে গত ২৯ এপ্রিল করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন প্রাক্তন প্রধানমন্ত্রী। বুধবার ফের শারীরিক দুর্বলতার কারণে দিল্লির এইমসে তাঁকে ভর্তি করতে হয়।

আরও পড়ুনঃ অষ্টমীর অঞ্জলিতেও রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠল না বিজেপি রাজ্য সভাপতির প্রার্থনা

উল্লেখ্য, গত বছরও বুকে ব্যাথা নিয়ে দিল্লির এইমসে ভর্তি হতে হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সেবারও কার্ডিও ওয়ার্ডে তাঁর চিকিৎসা হয়েছিল। এবারও অসুস্থতার জন্য সেই কার্ডিওলজি বিভাগেই তাঁকে ভর্তি করাতে হয়েছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন সকলে। টুইটারে প্রাক্তন প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেছে দেশবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here