নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বুরুন্ডির প্রাক্তন প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া, বয়স হয়েছিল ৭১ বছর।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত সপ্তাহে তাঁকে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি করা হয়, বৃহস্পতিবার রাতে হাসপাতালেই মারা গেলেন প্রেসিডেন্ট পিয়েরে বুয়োয়া।
তুতসি গোষ্ঠীর নেতা পিয়েরে,১৯৮৭ সালে অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকার অন্যতম ছোট দেশ বুরুন্ডির ক্ষমতায় আসেন। এরপর ১৯৯৩ সালে সেখানে প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয়, কিন্তু নির্বাচনে জয়ী হন হুতু গোষ্ঠীর মেলচয়র নাডাডায়ি।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ফ্রান্স রাষ্ট্রপতি, আরোগ্য কামনা করে টুইট মোদীর
ক্ষমতায় আসার চার মাসের মাথায় চরমপন্থী এক তুতসি সেনার হাতে খুন হন নাডাডায়ি। এই সময়ে হুতু ও তুতসির মধ্যে শুরু হয় গৃহযুদ্ধ। এরপর আবার একটি অভ্যুত্থানের পর ১৯৯৬ সালে পিয়েরে দ্বিতীয়বার বুরুন্ডির ক্ষমতায় আসেন এবং ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
আরও পড়ুনঃ ভ্যাকসিন থেকে মুখ ফেরাচ্ছে ৭০ শতাংশ ভারতীয়, সমীক্ষায় এল চাঞ্চল্যকর তথ্য
১৯৯৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত চলা বুরুন্ডির এই গৃহযুদ্ধে প্রায় তিন লক্ষ মানুষ নিহত হন। এরপর ২০০০ সালে পিয়েরে আরুশা চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী ২০০৩ সালে তিনি পদত্যাগ করেন।
২০১২ সাল থেকে গত নভেম্বর মাস পর্যন্ত মালি ও সাহেলে আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে ১৯৯৩ সালে পূর্বসূরিকে গুপ্তহত্যার অভিযোগে বুরুন্ডিতে তাঁর যাবজ্জীবন সাজা হওয়ার পর আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূতের দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়ান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584