ওয়েব ডেস্ক, দিল্লিঃ
প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সোমবার বিকেল পৌনে ছ’টা নাগাদ তাঁর পুত্র অভিজিৎ মুখার্জি টুইট করে পিতার মৃত্যু সংবাদ জানান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
গত ৯ আগষ্ট রাতে দিল্লিতে নিজের বাড়ির শৌচাগারে পড়ে গিয়েছিলেন প্রণব বাবু। দীর্ঘদিন ধরেই ডায়াবেটিসের রোগী ছিলেন তিনি। ১০ আগষ্ট হাসপাতালে ভর্তির পর জানা যায় করোনা আক্রান্ত তিনি। সেই অবস্থাতেই হয় অস্ত্রোপচার।
With a Heavy Heart , this is to inform you that my father Shri #PranabMukherjee has just passed away inspite of the best efforts of Doctors of RR Hospital & prayers ,duas & prarthanas from people throughout India !
I thank all of You 🙏— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 31, 2020
অস্ত্রোপচারের আগে তাঁর করোনা সংক্রমনের খবর টুইটে জানান জঙ্গীপুরের প্রাক্তণ সাংসদ। সেটিই তাঁর শেষ টুইট। ১৩ আগষ্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান।
On a visit to the hospital for a separate procedure, I have tested positive for COVID19 today.
I request the people who came in contact with me in the last week, to please self isolate and get tested for COVID-19. #CitizenMukherjee— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 10, 2020
Former President Pranab Mukherjee passes away, announces his son Abhijit Mukherjee. pic.twitter.com/3SFxmRE21j
— ANI (@ANI) August 31, 2020
স্বাধীনতার পর জাতীয় রাজনীতিতে সফলতম এই বাঙালি রাজনীতিকের প্রয়াণ এক গভীর শূণ্যতার সৃষ্টি করবে তা বলার অবকাশ রাখে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584