তৃণমূলে যোগ প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের

0
58

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

সব জল্পনার অবসান ঘটল সোমবার। তৃণমূলে যোগ দিলেন প্রণবপুত্র তথা জঙ্গিপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সোমবার বিকেলে তৃণমূলভবনে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি।

Abhijit Mukherjee
চিত্র সৌজন্যেঃ এএনআই

ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ‘কারণ’ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ বলেন, ‘‘বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি বিজেপি-কে রুখতে পারেন। আমার বিশ্বাস আগামী লোকসভা ভোটেও তিনি তা পারবেন।’’ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হতেই দলবদল বলেই জানান তিনি। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে সেভাবে সুর চড়াননি। তবে তাঁকে সেভাবে কোনও কাজে লাগানো হয়নি বলেও আক্ষেপের সুর শোনা গিয়েছে প্রণবপুত্রর গলায়।

Abhijit Mukherjee join TMC
চিত্র সৌজন্যেঃ এএনআই

কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দু’বার সাংসদ হয়েছিলেন প্রণবপুত্র। তার আগে হয়েছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক।এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতাদেরও ধন্যবাদ জানান। এরপরই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার রাজনীতি করার অভিযোগ তোলেন প্রাক্তন কংগ্রেস নেতা। এছাড়াও, বর্তমানে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কাজ করবেন বলেই জানান তিনি।

উল্লেখ্য, গত ২১ জুন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন অভিজিৎ। পরে তিনি এই বিষয়ে কিছু না জানালেও তাঁর ঘনিষ্ঠমহল বৈঠকের কথা স্বীকার করে নিয়েছিল।

আরও পড়ুনঃ পুরসভা ঘেরাও: গ্রেপ্তার অগ্নিমিত্রা, লকেট, সায়ন্তন ও দিলীপ

সূত্রের খবর, নিজের পৈতৃক বাড়ি কীর্ণাহারে কোনও একটি অনুষ্ঠানের জন্য অভিষেককে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র। আর সেখানেই তিনি নিজের দলবদলের ইচ্ছা প্রকাশ করে এসেছিলেন। সূত্রের খবর ছিল, সোমবার বিকেলেই তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলবদল করবেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায়। সেই কথামতো সব জল্পনার অবসান ঘটিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন প্রণবপুত্র ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here