নতুন দল গড়ার পথে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, বহু কংগ্রেস নেতার যোগদানের সম্ভাবনা

0
106

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

সব গুঞ্জন সত্যি করে বুধবার সাংবাদিক সম্মেলনে নতুন দল গড়ার ঘোষণা করলেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। ২০২২ সালে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন, তার আগেই নতুন দল গড়ার কথা প্রকশ্যে আনলেন অমরিন্দর সিং। তবে দলের নাম বা প্রতীক কোন বিষয়ই খোলসা করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Amarinder Singh
অমরিন্দর সিং

সাংবাদিক সম্মেলনে নতুন দল গড়ার কথা বলে অমরিন্দর বলেন, তবে দলের প্রতীক বা নাম কিছুই এখনো জানেন না তিনি। আপাতত নির্বাচন কমিশনের নির্দেশের জন্য অপেক্ষায় আছেন তিনি। দলীয় প্রতীক নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করছেন তাঁর আইনজীবীরা। তবে দল ঘোষণা হয়ে গেলে পাঞ্জাবের ১১৭টি আসন থেকেই লড়বে তাঁর দল একথা নিশ্চিত করেন অমরিন্দর। তবে কংগ্রেসের বহু নেতাই নাকি তাঁর দলে যোগ দেবেন, এমনই জানিয়েছেন অমরিন্দর সিং।

আরও পড়ুনঃ রাজ্যের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি, স্পিড পোস্টে চিঠি পেলেন স্ত্রী সোনালি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here