নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
প্রয়াত হলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার ডঃ আনোয়ার হোসেন। তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করতেন। জানা গেছে বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর পর তিনি রেখে গেলেন স্ত্রী ও দুই কন্যাকে।
উত্তর ২৪ পরগনার ভ্যাবিয়া এলাকার নোয়াপাড়া নামক প্রত্যন্ত গ্রামের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। প্রতিকূলতা অতিক্রম করে ছাত্রজীবনে মেধার পরিচয় দেওয়ার পর শিক্ষকতাকে বেছে নেন পেশা হিসেবে। পরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে বিরাটির বিবেকানন্দ কলেজে অধ্যাপনা শুরু করেন। অধ্যক্ষের দায়িত্ব সামলান তেঁতুলিয়া শহীদ নুরুল ইসলাম কলেজের।
আরও পড়ুনঃ করোনাকালে সোনাগাছির যৌন কর্মীদের পাশে গৌরী ফাউন্ডেশন
এরপর তিনি মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও সামলান। পরে তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে যোগ দেন। অবসরের পর টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584