ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
বিহারের প্রাক্তন আরজেডি সাংসদ মহম্মদ শাহাবুদ্দিন মারা গেলেন করোনা আক্রান্ত হয়ে। তিহার জেলে বন্দি থাকাকালীন আক্রান্ত হন তিনি, ভর্তি করা হয় দিল্লির ডিডিইউ হাসপাতালে, জানিয়েছেন তিহার জেলের ডিজি সন্দীপ গয়েল।
যাবজ্জীবন কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি শাহাবুদ্দিনের শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কথাও ভাবা হচ্ছিল। প্রাক্তন সাংসদের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার।
Bihar CM Nitish Kumar condoles the demise of former RJD MP Mohd Shahabuddin. He was an MLA and MP from Siwan for a very long time. The CM says prays for his soul to rest in peace: Bihar Chief Minister's Office (CMO)
(File photo) pic.twitter.com/m29xq9DX8r
— ANI (@ANI) May 1, 2021
আরও পড়ুনঃ ভয়াবহ আগুন গুজরাতের ভারুচের এক কোভিড হাসপাতালে, মৃত্যু অন্তত ১৯ জন রোগীর
তিহার জেলে এই মুহূর্তে ২৭০ জন করোনা আক্রান্ত। তার মধ্যে রয়েছেন জেল সুপার ও দুজন জেলের ডাক্তার।
তিহার জেলে বন্দী ছোটা রাজন ও প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে জেল কর্তৃপক্ষ বন্দীদের পরিজনের সঙ্গে সাক্ষাৎও বন্ধ রেখেছেন। এক জেল আধিকারিক জানান, সংক্রমণ রুখতে বন্দীদের প্যারোলে ছুটি দেওয়ার কথা ভাবছেন জেল কর্তৃপক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584