প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী রচপাল সিং

0
137

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন আইপিএস রচপাল সিং। বৃহস্পতিবার ভোরে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরেই তিনি হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন রচপাল সিং।

Rachpal Singh
রচপাল সিং। সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘রচপাল সিং-এর মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি রচপাল সিংহের পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

১৯৭৪ ব্যাচের আইপিএস রচপাল সিং চাকরিজীবন থেকে অবসর নেওয়ার পরই তৃণমূলে যোগ দেন। দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন রচপাল সিং। বাম আমলে পুলিশের অন্দরের দুর্নীতি এবং সরকার ঘনিষ্ঠ পুলিশ কর্তাদের বড় পদে নিয়োগ নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন এই আইপিএস।

আরও পড়ুনঃ প্রাক্তন শিবসেনা নারায়ণ রাণে পেলেন এমএসএমই দপ্তর- কিন্তু কেন!

২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ ও ২০১৬ সালে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি পর্যটন এবং পরিকল্পনা দফতরের মন্ত্রীও ছিলেন। পরে তিনি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here