রিপোর্ট নেগেটিভ আসার পরও মৃত্যু হল প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামসের

0
120

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মারণ করোনা ভাইরাস কেড়ে নিল আরও একটি প্রাণ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল নলহাটি বিধানসভার প্রাক্তন তৃণমূল বিধায়ক মইনুদ্দিন শামসের। ২০১৬-র বিধানসভার ভোটে নলহাটি কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতে ছিলেন তিনি।

moinuddin shams | newsfront.co
মইনুদ্দিন শামস। ছবিঃ টুইটার

যদিও একুশের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি দল। তাই ক্ষোভে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন, তবে জিততে পারেননি তিনি। করোনায় আক্রান্ত হয়ে জীবনযুদ্ধেও হেরে গেলেন মইনুদ্দিন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর চোখের জল আর কুম্ভিরাশ্রু এক! নিউইয়র্ক টাইমস পত্রিকার নামে ভাইরাল ভুয়ো ছবি

পরিবার সূত্রে খবর, গত ৫ই মে মইনুদ্দিন শামসের করোনা রিপোর্ট পজিটিভ আসে। কয়েকদিন আগে উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকের পরামর্শে টেস্ট করান তিনি। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিছুদিন পর করোনা রিপোর্ট নেগেটিভ আসলে বাড়ি ফিরে আসেন কিন্তু ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর আজ সকালে মারা যান প্রবীণ রাজনীতিবিদ মইনুদ্দিন শামস।

উল্লেখ্য, রাজ্যে দৈনিক সংক্রমন আশার আলো দেখালেও মৃত্যু ১৫০-পার। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রয়াত হয়েছেন ১৫৪ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২০২ জন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here