নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্ট শুনানি এখনও বাকি সেনেটে, তার মধ্যেই ফের অস্বস্তি বাড়ল সদ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের। মার্কিন যু্ক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে মিথ্যাবাদী প্রেসিডেন্টের আখ্যা পেলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি সকালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া পর্যন্ত তিনি প্রকাশ্যে ৩০ হাজার ৫৭৩ বার মিথ্যা দাবি করেছেন।ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নির্বাচনী প্রচারেও বিভিন্ন অযৌক্তিক দাবি করতে দেখা যায় তাকে।
তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে প্রথম ১০০ দিন তার প্রতিটি মন্তব্যের রেকর্ড রাখতে শুরু করে তারা। পরে পাঠকদের আর্জি মেনে নিয়মিত রেকর্ড রাখা শুরু হয়। ট্রাম্পের মন্তব্যের মধ্যে থেকে সঠিক এবং ভুয়া তথ্য আলাদা করার জন্য বিশেষ ‘ফ্যাক্ট চেক টিম’ তৈরি করে তারা। গত বুধবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নেওয়ার পর সেই হিসেব মেলানো শুরু হয়। তা থেকেই দেখা যায় ৩০ হাজার ৫৭৩ টি মিথ্যা দাবি করেছেন তিনি।
আরও পড়ুনঃ জীবনযুদ্ধে জয়ী হয়েও ভালোবাসার কাছে হার মানল করোনা
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বছরে প্রকাশ্যে দিনে অন্তত ৪টি করে মিথ্যা বলেছেন। দ্বিতীয় বছরে তা বেড়ে হয় দৈনিক ১৬টি। তৃতীয় বছরে তা বেড়ে দাঁড়ায় দিনে ২২টি এবং চতুর্থ বছরে তা বেড়ে হয় দিনে ৩৯টি! হোয়াইট হাউসে প্রথম ২৭ মাসে ট্রাম্প ১০ হাজার মিথ্যা বলার রেকর্ড পার করে ফেলেন বলে জানা গিয়েছে। পরবর্তী ১৪ মাসে মিথ্যা সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার। তারপরের পাঁচ মাসে তার বলা মিথ্যা সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়।
সাধারণত জনসভা এবং নিজের টুইটার হ্যান্ডলেই ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যা দাবি করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, অভিবাসীদের দল সীমান্তে পেরিয়ে যুক্তরাষ্ট্রে ঢুকতে ধেয়ে আসছেন বলে দাবি করে হাউস অব রিপ্রেজেন্টেটিভসকেও বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। ২০১৯ সালে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে এবং তিনি জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। ওই বিষয়ে ৪ মাসে প্রায় ১ হাজার মিথ্যা কথা বলেন ট্রাম্প।
২০২০ সালে করোনা মহামারির প্রকোপে গোটা দেশ যখন টালমাটাল, সেই সময়ও ট্রাম্প মিথ্যা বলা থেকে বিরত হননি। বরং তা আগের তুলনায় বেড়ে যায় বলে দাবি করেছে ওই সংবাদপত্র। তাদের দাবি, করোনাভাইরাস নিয়ে আড়াই হাজারেরও বেশি মিথ্যা দাবি করেছেন ট্রাম্প।অক্টোবর মাসে নিজে কোভিড আক্রান্ত হওয়ার পর ৬ দিন চুপ করে ছিলেন তিনি। তবে সব মিলিয়ে ওই মাসে ট্রাম্প মোট ৪ হাজার মিথ্যা দাবি করেন। অর্থাৎ ওই সময়ে দিনে প্রায় ১৫০টি মিথ্যা দাবি করেছেন তিনি।
আরও পড়ুনঃ কর্পোরেট-গণতন্ত্র বিতর্ক তুঙ্গে, অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন বন্ধের হুঁশিয়ারি গুগলের
নির্বাচন নিয়েও একই কাজ করে গিয়েছেন বলে হিসেব দিয়েছে ওয়াশিংটন পোস্ট। তাদের দাবি, ভোট কারচুপি সংক্রান্ত কমপক্ষে ৬০টি মামলা আদালতে খারিজ হয়ে গেলেও, ৩ নভেম্বর থেকে তা নিয়ে ৮০০-র বেশি মিথ্যা দাবি করেছেন তিনি। ৬ জানুয়ারি যে বক্তৃতায় ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে হামলা চালাতে উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ, সেই বক্তৃতায় তিনি ১০৭টি মিথ্যা দাবি করেন।
ট্রাম্পের সমস্ত মিথ্যা দাবির মধ্যে যেগুলি উল্লেখযোগ্য, তার তালিকাও দিয়েছে ওয়াশিংটন পোস্ট। এমনকি একই মিথ্যা কমপক্ষে ৭৫০ বার তাঁকে বলতে দেখা গিয়েছে বলেও জানিয়েছে তারা। বিগত ১০ বছর ধরে প্রেসিডেন্টদের মন্তব্যের রেকর্ড রাখা হচ্ছে। এখন দেখার নতুন প্রেসিডেন্ট জো বিডেনের সময় শেষ হলে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584