একঘেয়েমি কাটাতে তাসের আসর, করোনা আক্রান্ত ৪০

0
226

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার কবলে গোটা বিশ্ব। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। টানা এক মাস লকডাউন চলায় স্থির থাকতে পারছেন না অনেকেই। আর এই একঘেয়েমি কাটাতে রাস্তায় বেরিয়ে পড়ছেন সকলে। তবে তাতে যে বিপদ আরও বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশ।

Play card | newsfront.co
প্রতীকী চিত্র

লকডাউনের একঘেয়েমি কাটাতে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় তাসের আসর বসিয়েছিলেন বেশ কয়েকজন। এর মধ্যে ২৪ জন একসঙ্গে করোনা আক্রান্ত হলেন। যাঁরা তাস খেলছিলেন শুধুমাত্র তাঁরা নন, সেখানে দর্শক হিসেবেও বসেছিলেন অনেকেই। সূত্রের খবর, ওই শহরের আরও একটি তাসের আসর থেকে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুনঃ ফের কেন্দ্রীয় লকডাউন নির্দেশিকা সংশোধন, বারবার সংশোধনে বাড়ছে বিভ্রান্তি

কেন্দ্রীয় সরকারের নির্দেশাবলী ও প্রশাসনের এত নিষেধাজ্ঞা স্বত্ত্বেও এহেন ঘটনাকে ঠেকানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন করেও ভারতে করোনা আক্রান্তের সংখ্যাবৃদ্ধিতে লাগাম পড়ানো যায়নি। এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাই এখন একমাত্র অস্ত্র। কিন্তু সে কথা বুঝতে চাইছেন না সাধারণ মানুষ।

বারংবার সতর্ক করা স্বত্ত্বেও সরকার ও প্রশাসনের কোনও কথাতেই কর্ণপাত করছেন না আমজনতা। এইভাবে করোনা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব তা কারোর জানা নেই। করোনা বিষয়ে মানুষ যতদিন না সচেতন হচ্ছেন ততদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেই আশা করা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here