মনিরুল হক, কোচবিহারঃ
গত রাতের ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের চিলাখানা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকা। সেখানে প্রায় দুটি পোল্ট্রি ফার্ম সহ ৪০ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এলাকার পঞ্চায়েত সদস্য মোস্তাফিজুর রহমানকে ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জেনে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
চিলাখানা কদমতলা হাইমাদ্রাসা এলাকার বাসিন্দা হারুল রহমান জানান, গতকাল রাতের ঝড়ে তার একটি পোল্ট্রি ফার্মের ঘর ভেঙে পড়ে। সেখানে ঘরের চাপে পড়ে প্রায় ২ হাজার পোল্ট্রি মুরগী মারা গিয়েছে। তাদের পরিবারে পাঁচ জন সদস্য। ওই ফার্ম থেকেই তাদের সংসার চলত।
কিন্তু এখন তাদের পুরোপুরি পথে বসার অবস্থা হয়েছে। অন্য এক বাসিন্দা বলেন, “বাড়িঘর ভেঙে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সকলেই গরীব মানুষ। সরকারি সহায়তা না পেলে সবাই দুর্ভোগে পড়বেন।”
আরও পড়ুনঃ খড়িবাড়িতে হাতির তান্ডব
এলাকার পঞ্চায়েত সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, “মন্ত্রীর নির্দেশে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর বাড়ি পরিদর্শনে গিয়েছিলাম।এলাকার পরিস্থিতি সম্পর্কে একটা রিপোর্ট দিয়েছি। মন্ত্রী জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা করার ব্যবস্থা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584