মনিরুল হক,কোচবিহারঃ
নির্দিষ্ট সময়ে দিনহাটার সভামঞ্চে পৌঁছতে না পারার জন্য মোদীকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি মঞ্চে বক্তব্য রাখতে উঠেই তাঁর দেরি হওয়ার কারন জানান। বলেন, “আগে আসতে পারতাম। কিন্তু বাবু প্রধানমন্ত্রী! বড় নেতা! শিলিগুড়ি থেকে কলকাতায় যাচ্ছিলেন! আমাদের প্লেন আকাশে দাঁড়িয়ে রইল।“ এর পরই দিদি বলেন, “ও মা! বাগডোগরায় নামতে তখন পাঁচ মিনিট বাকি। মেসেজ এল ভিভিআইপি মুভমেন্টের জন্য বিমানবন্দর বন্ধ। ব্যস! চল্লিশ মিনিট আমরা বসে রইলাম।”
এদিন শিলিগুড়িতে সভা করে ব্রিগেডে যান প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, মোদীর বিমান যখন উড়ছিল, তখন তিনি আকাশে ছিলেন। নামতে দেওয়া হয়নি তাঁদের বিমান।এরপরই মোদীকে কটাক্ষ করে দিদি বলেন, “ভারতে একজন মানুষের জন্যই নিরাপত্তা আছে। আর কারও নিরাপত্তা নেই।একটা মিটিংকে কেন্দ্র করে আকাশ বন্ধ, রাস্তা বন্ধ, সব বন্ধ।”
আরও পড়ুনঃ কোচবিহারের সভায় মোদীকে এক্সপায়ারি বাবু বলে কটাক্ষ মমতার
পর্যবেক্ষকদের মতে, মোদীর প্রশ্নের জবাব দিনের দিনে দেওয়ার জন্যই প্রচার সূচিতে বদল এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।একাধিক প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। চ্যালেঞ্জও করেছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,“পাবলিক মিটিং করে বিতর্কে আসুন। কোয়েশ্চেন করুন। রিপ্লাই দেব।” আয়ুষ্মান ভারত থেকে পুলওয়ামা— একাধিক ইস্যুতে মোদীর বিরুদ্ধে কড়া কড়া শব্দে তোপ দাগেন মমতা।সেই বড় বড় ইস্যুর সঙ্গে বাদ গেল না, তাঁর ‘আকশে দাঁড়িয়ে থাকা’র জন্য ক্ষোভের বহিঃপ্রকাশও।
বুধবার দিনহাটা সংহতি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী নুসরাত জাহান,তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী পরেশ অধিকারী, দিনহাটার বিধায়ক উদয়ন গুহ, বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ, সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, কোচবিহার দক্ষিন বিধায়ক মহির গোস্বামী, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায়, দিনহাটা ১ নং তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নুর আলম হোসেন, দিনহাটা ২ নং ব্লক সভাপতি মীর হুমায়ুন কবির সহ আরও অনেকে নেতা নেতৃত্বরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584