৪৯জন শ্রমিককে ঘরে ফেরাল চুঁচুড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থা

0
49

মোহনা বিশ্বাস, হুগলীঃ

করোনা ভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। ভারতেও থাবা বসিয়েছে কোভিড-১৯। করোনার হাত থেকে রেহাই পায়নি পশ্চিমবঙ্গও। দেশের এরকম সংকটজনক পরিস্থিতে করোনা মোকাবিলা করতে ২২মার্চ দেশজুড়ে কার্ফু জারি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

special bus | newsfront.co
নিজস্ব চিত্র

এরপর দেশে এই মারণ ভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২৩ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত রাজ্যে লকডাউন জারি করেন প্রধানমন্ত্রী। যে হারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে তাতে এত কম সময়ে করোনাকে হারানো সম্ভব নয়। তাই ২৪শে মার্চ ফের ভিডিও কনফারেন্সের মাধ্যমে লকডাউনের সময়সীমা বাড়ান প্রধানমন্ত্রী।

workers | newsfront.co
নিজস্ব চিত্র

১৪ই এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউন জারি থাকবে বলে জানান তিনি। লকডাউনের জন্য এই ২১দিন রেল পরিষেবা, সরকারি ও বেসরকারী বাস পরিষেবা, মেট্রো পরিষেবা, অটো সহ সমস্ত পরিবহণ পরিষেবা বন্ধ থাকবে। শুধুমাত্র পণ্যবাহী যানবাহন চলবে। ফলে বিভিন্ন জায়গায় আটকে পড়েন বহু মানুষ।

worker | newsfront.co
নিজস্ব চিত্র

তেমনই আটকে পড়েছিল হুগলীর চুঁচুড়ায় রাজ মিস্ত্রির কাজে আসা ৪৯ জন শ্রমিক। শুক্রবার সকালে তারা স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা চুঁচুড়া আরোগ্যের কর্নধার ইন্দ্রজিৎ দত্তের কাছে তাদের অসুবিধার কথা জানান। খাওয়ার সমস্যা হচ্ছে তাই তারা ঘরে ফিরতে চায় বলে ইন্দ্রজিৎবাবুকে জানায়।

আরও পড়ুনঃ  ভিন রাজ্য থেকে এসে বিপত্তি, অবশেষে হিমঘরেই থাকার ব্যবস্থা শ্রমিকদের

bus | newsfront.co
নিজস্ব চিত্র

শ্রমিকদের সমস্যার কথা শুনে রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শ্রমিকদের এই সমস্যার কথা জানান ইন্দ্রজিৎবাবু। পরিবহন মন্ত্রী বিষয়টি হুগলির পরিবহন দফতরকে জানান। আটকে পড়া ওই শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ব্যবস্থাও করে দেন মন্ত্রী।

শুক্রবার মুর্শিদাবাদে নিজেদের বাড়ি ফিরে যেতে পেরে খুশি শ্রমিকরা। রাজ্যের এই সংটজনক পরিস্থিতিতে আটকে পড়া শ্রমিকদের পাশে দাঁড়িয়ে নজির গড়লেন চুঁচুড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here