নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনাভাইরাসের প্রকোপে ত্রস্ত গোটা পৃথিবী। বিশ্বের অন্যান্য দেশগুলির মতো ভারতেও জাঁকিয়ে বসেছে কোভিড-১৯। হু হু করে বাড়ছে সংক্রমিত ও মৃতের সংখ্যা। এহেন পরিস্থিতির কারণে কাজ হারিয়েছেন ভারতের বহু মানুষ। করোনা মহামারীর জেরে দুর্বল হয়ে পড়েছে ভারতের অর্থনীতিও। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণ এবং কৃষিক্ষেত্রগুলি। যার সরাসরি প্রভাব পড়েছে কর্মক্ষেত্রে।
আন্তর্জাতিক শ্রমিক সংগঠন এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা মহামারীর প্রকোপে ভারতে ৪১ লক্ষ যুবক কর্মহীন হয়েছেন। রিপোর্ট বলছে, সাতটি বড় ক্ষেত্রের মধ্যে নির্মাণ এবং কৃষি ক্ষেত্রে সবথেকে বেশি চাকরি গিয়েছে।
আরও পড়ুনঃ আর আলাদা নয়, ব্যাঙ্ক-রেল-অন্যান্য সরকারি নিয়োগে অভিন্ন পরীক্ষা
আগামী দিনে চাকরির সুযোগ তৈরি হওয়া বিরাট চ্যালেঞ্জের ব্যাপার। ১৫ থেকে ২৪ বছরের যুবকরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে। কারণ, করোনা মহামারী এবং লকডাউনের সুদূরপ্রসারী প্রভাব পড়বে আর্থিক এবং সামাজিক ক্ষেত্রে। যার মূল্য দিতে হবে ২৫ বছরের নীচের যুবকদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584