অপহৃত ৪৩ টি মোটরবাইক উদ্ধার করল কোতুলপুর থানার পুলিশ

0
78

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

বাঁকুড়া জেলা পুলিশ তথা কোতুলপুর থানার বড়ো সাফল্য মিলল। অপহৃত ৪৩ টি মোটরবাইক উদ্ধার করে, আটটি বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দেয় তারা। উল্লেখ্য, বিগত কয়েক মাস আগে নাকা চেকিংয়ের সময় একটি মোটরবাইক ও এক সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মোটরবাইক চোরের পান্ডা সহ বেশ কয়েকজনকে আটক করে কোতুলপুর থানার পুলিশ।

bikes | newsfront.co
চুরি যাওয়া বাইক ফিরে পাওয়ার পর মোটরবাইক মালিকরা। নিজস্ব চিত্র

পুলিশ সূত্রে জানতে পাড়া যায়, বেশির ভাগ বাইক গুলি চুরি হয়েছিল পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর থেকে। বাইক মালিকরা তাদের চুরি হওয়া বাইক ফিরে পেয়ে খুবই খুশি।

এমন কাজে, পুলিশের প্রতি তাদের ভরসা বেড়েছে অনেক বলে তারা জানায়। কেউবা জানান চার বছর আগে বাইক চুরি হয়েছিল, আশা ছেড়েই দিয়েছিলাম, কোতুলপুর থানার পুলিশ আমাদের খবর দেয় বাইক উদ্ধার করে কোতুলপুর থানায় রাখা আছে, উপযুক্ত প্রমাণ দেখিয়ে নিয়ে যাওয়ার কথা।

আরও পড়ুনঃ লরির উপর অস্থায়ী মঞ্চ গড়ে আলিপুরদুয়ারে সভা সৌমিত্র’র

সেই মোতাবেক উপযুক্ত কাগজপত্র এবং কোর্টের অর্ডার নিয়ে কোতুলপুর থানাতে আসায় আমার অপহৃত বাইক ফিরে পেলাম।

আরও পড়ুনঃ উচ্চ প্রাইমারির হবু শিক্ষকদের হেনস্থার প্রতিবাদে মিছিল করল ছাত্র পরিষদ

বিষ্ণুপুর এসডিপিও প্রিয়ব্রত বক্সী জানান, বাকি বাইক গুলির উপযুক্ত কাগজ নিয়ে এবং কোর্টের অর্ডার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রকৃত বাইক মালিকের হাতে অপহৃত বাইক তুলে দেব। কোতুলপুর থানার পুলিশের এই বড়োসড়ো সাফল্যে অভিভূত কোতুলপুরবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here