রাজ্যে একসাথে বদলি ৪০জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক

0
383

মনিরুল হক, ওয়েবডেস্কঃ

করোনা আবহে রাজ্যের মানুষ গৃহবন্দি অবাধ্য কিছু মানুষ বাড়ির বাহিরে। তাদের শায়েস্তা করতে দিন রাত এক করে রাস্তায় নেমেছে পুলিশ। আর সেই পুলিশের বড়সড় রদবদল হল রাজ্যের। বিভিন্ন পুলিশবাহিনীতে এক সঙ্গে ৪০ জন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে বদলি করা হল।

officials | newsfront.co
প্রতীকী চিত্র

এদিন একটি ইংরেজি সংবাদসংস্থা তার টুইট হ্যান্ডেলে একটি তালিকা প্রকাশ করেছে, তাতে ডেপুটি পুলিশ সুপার, অ্যাসিসট্যান্ট কমিশনার পদের একাধিক আধিকারিক রয়েছেন।

List | newsfront.co
ছবিঃ টুইটার

জানা গেছে, বদলি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, পূর্ব মেদিনীপুর, বসিরহাট পুলিশ জেলা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর পুলিশ জেলা সহ একাধিক জেলার ডেপুটি পুলিশ সুপারকে। তাঁদের মূলত র‍্যাফ, রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, এসএসএফ, সিআইএফের বিভিন্ন ব্যাটেলিয়নে বদলি করা হয়েছে।

List | newsfront.co
ছবিঃ টুইটার

পাশাপাশি রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, স্পেশাল টাস্ক ফোর্সের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদেরও বদলি করা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনার (ট্র্যাফিক), অ্যাসিসট্যান্ট পুলিশ কমিশনারকেও বদলি করা হয়েছে। তবে একসঙ্গে এতজন উচ্চপদস্থ আধিকারিকের বদলির বিষয়ে সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। পুলিশ সূত্রে অবশ্য খবর, এটা নিছকই রুটিন বদলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here