চূক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে মাদ্রাসা শিক্ষা ধ্বংসের প্রতিবাদে ফোরাম

0
145

মীর রাকেশ রৌশান, বহরমপুর:-
বর্তমানে বহুচর্চিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ও তার নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চায় না। উল্লেখ্য দীর্ঘ টালবাহানার পর মাদ্রাসার 6 slst র লিখিত পরীক্ষার পাশ প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই খবর অনুযায়ী, অচলাবস্থা কাটিয়ে যখন মাদ্রাসা গুলো নতুন শিক্ষক শিক্ষিকা পাওয়ার অপেক্ষায়, তখনই গুটিকয়েক মাদ্রাসা চুক্তি ভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে।
এতে আবার নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।খবর মোতাবেকে, এমনিতেই মাদ্রাসাগুলোর বেহাল দশা। প্রয়োজনের তুলনায় কম শিক্ষক শিক্ষিকা থাকায় পঠনপাঠন গভীর ভাবে ব্যাহত । তাই আবারও যদি বেআইনি ও অযৌক্তিক ভাবে অযোগ্য শিক্ষক চুক্তি ভিত্তিক নিয়োগ হয়, সেক্ষেত্রে মাদ্রাসাগুলোর সমূহ বিপদের সম্ভাবনা বলে মনে করছেন বিভিন্ন মহল।
বিভিন্ন বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে বেকার যুব সম্প্রদায় ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, যোগ্যতার নিরিখে তাঁরা লিখিত পরীক্ষায় পাশ করেছেন। দীর্ঘ মানসিক টানাপোড়েনের পর ইন্টারভিউ দিয়েছেন। তাই তারা যখন ঠিক প্যানেল প্রকাশের প্রহর গুনছেন, তখনই এই বিজ্ঞপ্তি তাদের স্বপ্ন পূরণের অন্তরায় হয়ে দাঁড়ায়।
তাই সদ্য প্রকাশিত চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম নামক এক অরাজনৈতিক সংগঠন 17 ই জানুয়ারি মুর্শিদাবাদ ডি আই অফিসে ডেপুটেশন জমা দেবে।

তাদের দাবি, মাননীয়া মূখ্যমন্ত্রী সহ শিক্ষা দপ্তর যাতে এই সমস্ত বেআইনি চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করে অবিলম্বে অপেক্ষারত যোগ্য মেধাবীদের নিয়োগ করেন , তাই তাঁরা এই কর্মসূচির আয়োজন করেছেন।
ফোরামের দাবি অনুযায়ী, বহুদিন অপেক্ষারত পাশ প্রার্থীদের কথা বিচার না করে এক শ্রেণীর মাদ্রাসা নিয়ন্ত্রক কমিটি চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকা নিয়োগে বদ্ধপরিকর।
ফোরামের মতে,যেখানে এতসংখ্যক যোগ্য প্রার্থীরা অপেক্ষায় , সেক্ষেত্রে কিভাবে তারা চুক্তি ভিত্তিক নিয়োগ করতে চায়?
তাই তার প্রতিবাদে মুর্শিদাবাদের ডি আই অফিসে 17ই জানুয়ারি বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন প্রদর্শন করবে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। তাদের পরিসংখ্যান অনুযায়ী, বহু শিক্ষিত ও মাদ্রাসা দরদী মানুষজন উপস্থিত থাকবেন উক্ত কর্মসূচীতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here