জোট সংঘাত! কংগ্রেসের জেতা বাঘমুন্ডি আসনে দেওয়াল লিখছে ফরওয়ার্ড ব্লক, অভিযোগ

0
81

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

এবার ফের টানাপোড়েন বামফ্রন্ট ও কংগ্রেসের। পুরুলিয়ার চারটে আসন পেয়েছে কংগ্রেস। তা সত্ত্বেও কংগ্রেসের জেতা আসন বাঘমুন্ডিতে ফরওয়ার্ড ব্লক দেওয়াল লিখছে বলে অভিযোগ উঠল। শুক্রবার বাঘমুন্ডির কংগ্রেসের বিধায়ক ও জোটের নেতা নেপাল মাহাতো বলেন,’জোট নিয়ে কী হচ্ছে জানি না। বাঘমুন্ডিতে নিজেদের দলের জন্য দেওয়াল লিখছে ফরওয়ার্ড ব্লক। কেন জানি না।’

CPIM Congress alliance | newsfront.co
প্রতীকী চিত্র

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এ সম্পর্কে বলেন, ‘কে আমাদের হয়ে ওখানে দেওয়াল লিখছে জানি না। তবে জয়পুর আমাদের আসন। সেখানে কংগ্রেসের লোকজন তাদের প্রতীক এঁকে দেওয়াল লিখছে। অন্যায় হচ্ছে। তবে এসব জোটে কোনও প্রভাব পড়বে না।’

তবে জানা গেছে ,ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কংগ্রেসের বিবাদ পুরুলিয়া নিয়ে। পুরুলিয়া জেলা কংগ্রেসের সভাপতি নেপাল মাহাতো ওই জেলায় অন্তত ৪টি আসনে প্রার্থী দিতে চান। তাতে আপত্তি নেই বামেদের। কিন্তু কোন আসনে কারা প্রার্থী দেবে সেটা নিয়েই চলছে দ্বন্দ্ব।

বাম শরিক ফরওয়ার্ড ব্লক বাঘমুন্ডি আসনটিতে প্রার্থী দিতে চায়। অথচ, ওই কেন্দ্রে নেপাল মাহাতো নিজেই বিধায়ক। ওই আসনটি নিয়ে এখনও দুই শিবিরের দড়ি টানাটানি চলছে। তবে সবটাই আজকের মধ্যেই মিটে যাবে বলে আশা জোট শিবিরের।

আরও পড়ুনঃ প্রার্থী হতে পারেন দিলীপ ঘোষও, দিল্লিতে তালিকা নিয়ে বৈঠকে বিজেপি

জোট শিবির সূত্রের খবর, ১৬৫, ৯২, ৩৭ এই সূত্র অনুযায়ী জোটের তিন শরিকের রফা হয়েছে। অর্থাৎ সবচেয়ে বড় শরিক বামফ্রন্ট লড়বে ১৬৫ আসনে। নিজেদের দাবি মতো কংগ্রেস পাচ্ছে ৯২টি আসনই। অন্যদিকে, আব্বাস সিদ্দিকির আইএসএফ লড়াই করবে ৩৭ আসনে। বাম শরিকদের মধ্যে বৃহত্তম দল সিপিএম একাই লড়বে ১৩০ আসনে। দ্বিতীয় বৃহত্তম বাম দল ফরওয়ার্ড ব্লক লড়বে ১৫ টি আসনে। আরএসপির ভাগে পড়েছে ১১টি আসন। সিপিআই প্রার্থী দেবে ৯টি আসনে।

আরও পড়ুনঃ মঞ্চে কানধরে ওঠবোস করে বিজেপিতে যোগ পিংলার তৃণমূল ত্যাগী বাচ্চু’র

আসন সংখ্যা নিয়ে রফা হলেও কে কোন আসনে লড়াই করবে এটা নিয়ে কংগ্রেসের সঙ্গে বাম এবং আইএসএফের দ্বন্দ্ব এখনও অব্যাহত। আসলে মালদহ, মুর্শিদাবাদে জোট শরিকদের আসন না ছাড়ার ব্যাপারে একপ্রকার গোঁ ধরে বসে আছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শুধু তাই নয়, উত্তরবঙ্গেও আইএসএফকে বেশি আসন না ছাড়ার ব্যাপারে অনড় অধীর।

কিন্তু আইএসএফ চাইছে তাঁদের ভাগে থাকা ৩৭টি আসনের মধ্যে যে কোনও তিনটির পরিবর্তে মালদহে অন্তত একটি এবং উত্তরবঙ্গের অন্য দুই জেলায় একটি করে আসন তাঁদের ছাড়া হোক। হারা আসন দিলেও চলবে তাদের বলে জানা গেছে। এ নিয়ে শুক্রবার ফের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন আইএসএফ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here