মনিরুল হক,কোচবিহারঃ
গোসানিমারি রাজপাঠের সংলগ্ন জমির মাটি খুরতেই বেড়িয়ে এল প্রচুর ঐতিহাসিক প্রত্নসামগ্রী।মাটির তল থেকে প্রত্নসামগ্রী বেড়িয়ে আসতেই চাঞ্চল্য ছড়ায় দিনহাটা ১নং ব্লকের গোসানিমারীর রাজপাঠ এলাকায়।
মাটির নিচ থেকে বেড়িয়ে আসে একাধিক পাথরের থালা বাটি সহ অন্যান্য সামগ্রী।বিষয়টি জানাজানি হতেই উদ্ধার হওয়া সামগ্রীগুলিকে দেখতে ভিড় জমান আশেপাশের প্রচুর উৎসাহী মানুষ।
জানা গিয়েছে,সোমবার স্থানীয় বাসিন্দা অজিত বর্মন মাটির উঁচু ঢিপি কেটে সমান করার কাজ করছিলেন।সে সময় হঠাৎ মাটির নিচ থেকে ওই প্রত্ন সামগ্রীগুলি বেড়িয়ে আসে।এক সময় গসানিমারির এখানেই কামরূপ রাজ্যের রাজধানী ছিল।ঐতিহাসিকদের মতে এখানে পঞ্চদশ শতকে খেন রাজারা রাজত্ব করত৷ এর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই এলাকায় খনন কার্য চলিয়ে বেশ কিছু প্রাচীন বস্তু ও মূর্তি উদ্ধার করে৷ পরে সেই খনন কার্য বন্ধ হয়ে যায়। এর পর নতুন করে এই এলাকায় থেকে প্রাচীন সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে যায় দিনহাটা থানার পুলিশ। বিষয়টি আর্কেলজিওক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে জানানো হয়েছে৷ মঙ্গলবার আর্কেলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিশেষজ্ঞরা গোসানীমারি যাবেন বলে জানা গেছে।
অজিত বর্মন বলেন, “আমি জমির উঁচু জায়গাটি অন্য জমির সাথে সমান করার জন্য মাটি খুঁড়ছিলাম। সে সময় মাটির নিচ থেকে ওই জিনিস গুলি বেড়িয়ে আসে। এরপর বিষয়টি সবাইকে জানাই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584