বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শিলিগুড়ির আশিঘর সংলগ্ন নরেশ মোড় এলাকায় দোকানের ভিতর থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য ছড়াল।মৃতের নাম বাদল সরকার।জানা গিয়েছে যে এদিন সকালে মৃতের স্ত্রী দোকানে এসে দেখেন যে ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। এরপর ডাকাডাকি করেন।কিন্তু তারপরেও দরজা না খোলায় ধাক্কা দিয়ে দরজা খোলা হয়।ভেতরে ঢুকতেই তিনি দেখতে পান তার স্বামীর মৃতদেহ পড়ে রয়েছে।

এরপর তরীঘরী খবর দেওয়া হয় পুলিশকে।এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ির পুলিশ।এরপর পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।তবে কি ভাবে মৃত্যু হল তা জানা যায়নি। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
আরও পড়ুনঃ কাপড়ের দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা যুবকের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584