নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ
খোঁজ পাওয়া যায়নি অনেকদিন ধরেই।শেষে এগারো দিন পর খোঁজ মিলল নিখোঁজ কলকাতার গণিত গবেষক নির্মাল্য বরাটের৷বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের ঘোড়াঘাটা ও দেউলটি স্টেশনের মাঝে ডাউন লাইনে একটি দেহ উদ্ধার হয়৷শনিবার সেই দেহ শনাক্ত করে চিহ্নিত করেন নির্মাল্য বরাটের পরিবার৷তিনি গড়িয়ার বাঁশদ্রোণীতে ছেলের ফ্ল্যাটে থাকতে আসেন৷ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ফ্ল্যাটের সামনে দোকানে গিয়েছিলেন৷ তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷নির্মাল্য বরাটের খোঁজে লালবাজারের দ্বারস্থ হয় বরাট পরিবার৷তার পর খবর আসে একটি দেহ ঘোড়াঘাটা ও দেউলটি স্টেশনের মাঝে পাওয়া গেছে।দেহটি সনাক্ত করতে সেখানে পৌঁছায় বরাটের পরিবার।শেষ পাওয়া খবর অনুযায়ী দেহ এখনও উলুবেড়িয়া মর্গে আছে৷পরিবারের তরফে দেহ শনাক্ত করা হলেও এখন দেহ নিতে আসেননি কেউ৷তিনি আলবেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএচডি করেছিলেন।নির্মাল্য বরাটের স্ত্রী চন্দনা বরাট ও ছেলে অর্কদ্বীপ বরাট বর্তমান৷কী কারণে এই মৃত্যু অথবা কেনই বা হঠাৎ বাঁশদ্রোণী থেকে তিনি ঘোড়াঘাটা পৌঁছে গেলেন সেই বিষয়ে রহস্য রয়েছে৷পুলিশ সূত্রে খবর, ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে লালবাজারের স্পেশাল টিম।
আরও পড়ুনঃ মিশরে একসঙ্গে ৭৫ জনের মৃত্যুদন্ড, বিশ্বজুড়ে নিন্দার ঝড়
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584