নিখোঁজ গণিত গবেষকের দেহ মিলল ঘোড়াঘাটায়

0
88

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ

খোঁজ পাওয়া যায়নি অনেকদিন ধরেই।শেষে এগারো দিন পর খোঁজ মিলল নিখোঁজ কলকাতার গণিত গবেষক নির্মাল্য বরাটের৷বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলের ঘোড়াঘাটা ও দেউলটি স্টেশনের মাঝে ডাউন লাইনে একটি দেহ উদ্ধার হয়৷শনিবার সেই দেহ শনাক্ত করে চিহ্নিত করেন নির্মাল্য বরাটের পরিবার৷তিনি গড়িয়ার বাঁশদ্রোণীতে ছেলের ফ্ল্যাটে থাকতে আসেন৷ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ফ্ল্যাটের সামনে দোকানে গিয়েছিলেন৷ তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷নির্মাল্য বরাটের খোঁজে লালবাজারের দ্বারস্থ হয় বরাট পরিবার৷তার পর খবর আসে একটি দেহ ঘোড়াঘাটা ও দেউলটি স্টেশনের মাঝে পাওয়া গেছে।দেহটি সনাক্ত করতে সেখানে পৌঁছায় বরাটের পরিবার।শেষ পাওয়া খবর অনুযায়ী দেহ এখনও উলুবেড়িয়া মর্গে আছে৷পরিবারের তরফে দেহ শনাক্ত করা হলেও এখন দেহ নিতে আসেননি কেউ৷তিনি আলবেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণিতে পিএচডি করেছিলেন।নির্মাল্য বরাটের স্ত্রী চন্দনা বরাট ও ছেলে অর্কদ্বীপ বরাট বর্তমান৷কী কারণে এই মৃত্যু অথবা কেনই বা হঠাৎ বাঁশদ্রোণী থেকে তিনি ঘোড়াঘাটা পৌঁছে গেলেন সেই বিষয়ে রহস্য রয়েছে৷পুলিশ সূত্রে খবর, ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে লালবাজারের স্পেশাল টিম।

আরও পড়ুনঃ মিশরে একসঙ্গে ৭৫ জনের মৃত‍্যুদন্ড, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here