শ্যামল রায়,পূর্বস্থলীঃ
নিখোঁজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করল পূর্বস্থলী থানার পুলিশ।মঙ্গলবার দুপুর দুটো নাগাদ লক্ষ্মীপুর বাবুইডাঙ্গার কাছে আট পাড়া গ্রামের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার হয়।পূর্বস্থলী থানার পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম আরশেদ শেখ (১৪)। মৃত ছাত্রের দেহ উদ্ধার করে পুলিশ পূর্বস্থলী থানায় নিয়ে আসে আজ।বুধবার মৃতদেহটি ময়নাতদন্ত হবে।
স্থানীয় লক্ষ্মীপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আরশেদ শেখ। সোমবার সন্ধ্যে থেকে নিখোঁজ ছিল আরশেদ। নিখোঁজ ছাত্রের তল্লাশিতে সারারাত আত্মীয়-স্বজন সকলেই খুঁজাখুঁজি করেও তার হদিস মেলেনি। তারপর হদিস না পাওয়ায় পূর্বস্থলী থানায় নিখোঁজের ডায়েরিও করা হয় পরিবারের তরফ থেকে।মঙ্গলবার দুপুরে আটপাড়া মাঠের মধ্যে ওই ছাত্রের মৃতদেহ দেখতে পান স্থানীয় লোকজনেরা।পূর্বস্থলী থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
ওই ছাত্রের নাকে রক্ত ক্ষরণের দাগ এবং গলায় জামা দিয়ে পেঁচানো রয়েছে।স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রকে।এলাকায় প্রশ্ন উঠেছে অষ্টম শ্রেণীর ছাত্রকে খুন করার পিছনে কি কারণ থাকতে পারে? পুলিশ সূত্রে খবর যে খুনের কিনারা করতে জোর কদমে তদন্ত শুরু করে দেয়া হয়েছে।মৃত ছাত্র আরশেদ শেখ এর বাবা- মা মারা যাবার পর তার দাদুর বাড়িতেই মানুষ। দাদুর বাড়ি লক্ষ্মীপুর বাবুই ডাঙ্গায়। এখানেই বেড়ে ওঠা এবং এখানেই পড়াশোনা করা।
দাদু ইদ্রিস শেখ জানিয়েছেন যে তিনি ও অবাক হচ্ছেন তার নাতিকে কে বা কারা এই ধরনের নৃশংসভাবে খুন করল। বারবার চোখের জল ফেলে দাদুর একটাই দাবি দোষীদের পুলিশ গ্রেপ্তার করুক এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি।মৃতের শরীরে ধ্বস্তাধ্বস্তি এবং কাদা লাগানো অবস্থায় ছিল এছাড়াও জামা দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে।তবে এই খুনের পিছনে কি প্রেম ঘটিত কোন ব্যাপার? না কোনো পুরনো রাগের কারণে বন্ধুদের মধ্যে রেষারেষিতে খুনের ঘটনা ঘটেছে এই প্রশ্ন উঠেছে এলাকার মানুষের মধ্যে।
তবুও পুলিশ গোটা ঘটনাটি উদঘাটন করতে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশের তরফ থেকে।
পূর্বস্থলী থানার পুলিশ আধিকারিক রাকেশ মিশ্র জানিয়েছেন যে “অভিযোগ পত্র হাতে পেয়েছি দোষীদের খুঁজে বের করতে সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রাথমিকভাবে মনে হয়েছে ওই ছাত্রকে খুন করা হয়েছে।” তিনি আশা প্রকাশ করেছেন খুনিদের শীঘ্রই ধরা যাবে।এলাকায় ছাত্রের মৃত্যুর ঘটনা ঘিরে এলাকার হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন মৃতের বাড়িতে ।প্রত্যেকের একটাই দাবি দোষীদের পুলিশ গ্রেপ্তার করুক।কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছিলেন বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584