নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার ডিহিপলসার পুকুর থেকে উদ্ধার হল এক প্রৌঢ়ের মৃতদেহ।মৃতের নাম জয়দেব সামুই,বয়স ৫২।দাসপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবতঃ রাতের অন্ধকারে পুকুরে পা পিছলে পড়ে জলে ডুবে মৃত্যু হয়ে ওই ব্যাক্তির।
পরিবার সুত্রের খবর, জয়দেববাবু স্ত্রী ও এক ছেলেকে নিয়ে নিজের বাড়িতেই থাকতেন। গতকাল রাত ১টা ১৫ নাগাদ তিনি বাইরে বেরোন।কিন্তু বেশ কিছু সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেন না জয়দেববাবু।তার ফিরতে বিলম্ব হওয়ায় ওই ব্যাক্তির পরিবার প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি করেন। কিন্তু সারা রাতেও তাকে খুঁজে পাওয়া যায়নি।এরপর আজ সকাল হতেই বাড়ির সামনের পুকুরে জয়দেববাবুর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর যায় থানায়।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584