হরষিত সিংহ,মালদহঃ
লিচু বাগানের মাঝে পুকুর পাড় থেকে এক টোটো চালকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।রবিবার সকালে কালিয়াচক থানার মোজমপুর পঞ্চায়েতের ফিরোজপুর এলাকা দেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত ব্যাক্তির নাম সমির শেখ(৩০)।বাবা চুটু শেখ।বাড়ী গোলাপগঞ্জ ফাঁড়ির আকন্দবেড়িয়া পঞ্চায়েতের সুখনগর গ্রামে।পেশায় তিনি টোটো চালক ছিলেন।

রবিবার সকালে কালিয়াচক থানার মোজমপুর পঞ্চায়েতের ফিরোজপুর গ্রামের পাশে লিচু বাগানের মঝে একটি পুকুর পারে তার দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তার শরীরে গলায় একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে।পুলিশ মারফৎ রবিবার বিষয়টি জানতে পারে পরিবারের লোকেরা।
পরিবার সুত্রে জানা গিয়েছে প্রতিদিনের মত শনিবার সকালেও টোটো নিয়ে বাড়ী থেকে বের হয় সমির।তারপর থেকে আর কোন খোঁজ মেলেনি তার।পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেলে পাঠায়।তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে পরিবার ও পুলিশের মধ্যে।তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুনঃ বিশ্বভারতীর বাংলাদেশ জাদুঘর সর্ব সাধারণের জন্য উন্মুক্ত দ্বার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584