শ্যামল রায়,কাটোয়াঃ
শুক্রবার সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পূর্বস্থলী থানার পুলিশ।পুলিশ জানিয়েছেন যে মৃত যুবকের নাম সুরজিৎ পাল(৩০)।বাড়ি কেতুগ্রামে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে যে শুক্রবার সকালে ভাগীরথী নদীর পাড়ে মামুদপুর ঘাটে ওই যুবকের মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা।এলাকার বাসিন্দারা পূর্বস্থলী থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুদিন আগে কাটোয়া তে তার আত্মীয়র মৃতদেহ সৎকার করতে ওই যুবকসহ অনেকেই এসেছিল।
ওই যুবক ভাগীরথী তে স্নান করতে নেমে জলে তলিয়ে যায়। তারপর থেকে আর মৃতদেহ পাওয়া যায়নি।এদিন পাটুলি মামুদপুর এর ঘাটে মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা।
সুরজিৎ পালের পরিবারের লোক জনের মৃতদেহ শনাক্ত করেছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ টিউশন থেকে বাড়ি ফেরার পথে ছাত্রীকে গণধর্ষণ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584