নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বছরের শেষ দিনে বৃহস্পতিবার দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের পূর্ব খয়েরবাড়িতে হলং বাঁধের শিলান্যাস করা হল।প্রতি বছর বর্ষায় নদী প্লাবিত হয়ে বাঁধ ভেঙে জল গ্রামে ঢুকে প্রচুর ক্ষতি করে।
সমস্যায় পরতে হয় স্কুল পড়ুয়াদের। পড়াশুনা প্রায় বন্ধ হয়ে যায়। বাঁধের জন্য গ্রাম বাসীরা সরকারের বিভিন্ন দফতরে বার বার আবেদন জানিয়েছেন । অবশেষে বছরের শেষ দিনে বাঁধের শিলান্যাস করা হয়।
আরও পড়ুনঃ পথযাত্রীদের সুবিধার্থে পুলিশ সহায়তা কেন্দ্র মুর্শিদাবাদে
তবে খুশির দিনে শিলান্যাস অনুষ্ঠানে ডাক না পাওয়ায় ক্ষুদ্ধ স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা। পঞ্চায়েত সদস্যা রেণু বিশ্বকর্মা অভিযোগ করে বলেন, “সংশ্লিষ্ট বাঁধের জন্য আমি ও গ্রামবাসীদের নিয়ে আন্দোলন করেছি অথচ শিলান্যাসে আমাকে ডাকা হয়নি।”
আরও পড়ুনঃ বছরের শেষ দিনে বালুরঘাটে মাস্ক বিতরণ ট্র্যাফিক পুলিশের
এদিন বিডিও শ্যারণ তামাং বলেন, “হলং বাঁধের আজ শিলান্যাস হল। ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৪ টি বাঁধ নির্মিত হবে।”এদিনের ওই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রোহিত বিশ্বকর্মা, ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সহ সভাপতি দীপ নারায়ণ সিনহা, মাদারিহাট অঞ্চল সভাপতি শৈবাল ভট্টাচার্য প্রমুখ ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584