নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গান্ধীজির জন্ম জয়ন্তী উপলক্ষে মহিষদলের কাপাসএড়্যাতে “মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়” নামে নতুন বিশ্ববিদ্যালয় পেতে চলেছে পূর্ব মেদিনীপুর। ৪১নং জাতীয় সড়কের পাশে কুড়ি একর এলাকায় এই বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে।মহিষাদলের কাপাসএড়্যাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তরস্থাপন হয়।
বেলেঘাটা থেকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী,স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য,কাঁথির সাংসদ শিশির অধিকারী,তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী,মহিষাদলের বিধায়ক সুদর্শন ঘোষ, জেলা সভাধিপতি দেবব্রত দাস সহ জেলার প্রশাসনিক কর্তারা।
আরও পড়ুনঃ গান্ধী জয়ন্তিতে পশ্চিম মেদিনীপুরে মহিলা মোর্চার স্বচ্ছ ভারত অভিযান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584