নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়িতে পুলিশের প্রিজন ভ্যানের তালা ভেঙে পালিয়ে গেল চার অভিযুক্ত। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ওই চারজনের নাম সুলতান,মকসেদুল,প্রাণেশ অধিকারী ও রাকেশ মিস্ত্রী। জানা গিয়েছে ওই চারজনের মধ্যে সুলতান ও মকসেদুলকে শিলিগুড়িতে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়।
তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বিভিন্ন জিনিসপত্র। এরপর বুধবার রাতে প্রাণেশ অধিকারী ও রাকেশ মিস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। ওই চারজনকে এদিন জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় সেবক রোডের একটি সিনেমা হলের কাছে প্রিজন ভ্যানের তালা ভেঙে চারজনই পালিয়ে যায়। এই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ পুলিশি হেনস্থার প্রতিবাদে মথুরাপুর থানা ঘেরাও বিজেপির
ওই চার অভিযুক্তের খোঁজে শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে প্রত্যেক প্রিজন ভ্যানেই কিন্তু পুলিশ পাহারা থাকে কড়া। তা সত্ত্বেও কিভাবে তালা ভেঙে অভিযুক্তরা পালিয়ে গেল ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584