পাকিস্তানে গৌতম বুদ্ধের বিরল মূর্তি ভাঙার অভিযোগে গ্রেফতার ৪

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হাতুড়ি দিয়ে গৌতম বুদ্ধ-র মূর্তি ভাঙার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসলো পাকিস্তানের প্রশাসন। এরপর গৌতম বুদ্ধের সেই বিরল মূর্তি ভাঙার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এএফআইআর দায়ের করা হয়েছে।

Convict | newsfront.co
ধৃত। ছবিঃ আহসান হামিফ দুরানির টুইটার থেকে

ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশ আধিকারিক জাহিদুল্লাহ জানিয়েছেন, জলের লাইনের জন্য খোঁড়ার কাজ চলছিল মর্দন জেলার তখতবাই এলাকায়। সেই সময় মূর্তিটি খুঁজে পায় ঠিকাকর্মীরা।

স্থানীয়দের অভিযোগ, মূর্তিটি খুঁজে পাওয়ার পর এক মৌলবী ঠিকাকর্মীদের ভয় দেখায়। সে দাবি করে, মূর্তিটি ওই জায়গায় থাকলে ক্ষতি হতে পারে। সেই ভয়েতেই ঠিকাদার কর্মীরা গৌতম বুদ্ধের ওই মূর্তিটি ভেঙে ফেলে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ করোনার উৎপত্তি উহানের গবেষণাগার থেকেই, প্রমাণ সামনে আনল আমেরিকা

এরপর এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দোষীদের পাকড়াও করতে তৎপর হয় প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। শেষপর্যন্ত গৌতম বুদ্ধের বিরল মূর্তি ভাঙার অভিযোগে ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here