নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
ডলার ভাঙানোর নাম করে প্রতারণার অভিযোগে গ্রেফতার চার যুবক। নিউটাউনের ইকোপার্ক থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ৯০ হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে আরও খবর যে,গত সপ্তাহে বনগাঁর বাসিন্দা সুবীর মন্ডল ইকোপার্ক থানায় এসে অভিযোগ করেন যে ডলার খুচরো করে দেওয়ার নামে তার কাছ থেকে ৯০ হাজার টাকা প্রতারণা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে চার জন যুবক ওই ব্যক্তির কাছে প্রথমে ২০ ডলার খুচরো চান, তারা আরও জানিয়েছেন যে লকডাউনের কারণে অর্থনৈতিক সমস্যা রয়েছে তাদের। এটা ভাঙিয়ে দিলে তাকে পঞ্চাশ শতাংশ টাকা দিয়ে দেবে। সেই মতো প্রথম চুক্তি ঠিকঠাক হয়। এভাবেই অভিযোগ কারীর বিশ্বাস অর্জন করে তারা।
আরও পড়ুনঃ বিকাশরঞ্জনের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিতর্কিত পোস্টের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এরপর আবার অভিযোগকারীকে লোভ দেখায় যে তাদের কাছে ১৩০০ ডলার রয়েছে এক লাখ টাকা দিলে সেই ১৩০০ ডলার দিয়ে দেবে। সেই মতো নিউটাউন এলাকায় একটি জায়গায় সবাই জড়ো হয়। অভিযোগকারী সেখানে ৯০ হাজার টাকা নিয়ে আসে।প্রতারকের হাতে ৯০ হাজার টাকা দিলে প্রতারকরা গামছায় বাধা একটি থলে দেয় এবং বলে এখানে পুলিশ ঘোরাঘুরি করছে আড়ালে গিয়ে খুলে দেখে নাও।
আরও পড়ুনঃ প্রাথমিক ৭ দিনের জন্য লকডাউনের পর পরিস্থিতি দেখে সিদ্ধান্তঃ মুখ্যমন্ত্রী
অভিযোগকারী, একটি নির্জন জায়গায় গিয়ে থলে দেখলে, তিনি দেখেন তার মধ্যে শুধু কাগজ রয়েছে। তড়িঘড়ি আগের স্থানে গিয়ে দেখে কেউ নেই, ততক্ষণে সবাই চম্পট দেয়। এরপর তিনি ইকোপার্ক থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে নেমে হাতিয়ারা বাস স্ট্যান্ড থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে। এরা হাতিয়ারা ,ঘূণি ,ভাটপাড়া ও নদিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584