পুরনো রাগ থেকেই খুন, পঞ্চসায়রের ঘটনায় ধৃত ৪ অভিযুক্ত

0
109

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

কুকুরদের মারার প্রতিবাদ করার জন্য বাড়ি থেকে বের হয়ে এসেছিলেন যুবক। আর তারপরই মঙ্গলবার রাতে পঞ্চসায়র এলাকার নবদিগন্তে নির্মমভাবে ভাঙা মদের বোতল, ইট, উইকেট দিয়ে পিটিয়ে মারা হয় বিশ্বরূপ দাস ওই যুবককে।

Biswarup Das | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বুধবার সকালে এই খুনের ঘটনায় মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, মঙ্গলবার রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করেছিল পঞ্চসায়র থানার পুলিশ।

Resurrection | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

যদিও তারক এবং ধলু নামের মূল দুই অভিযুক্ত যুবক খুনের ২৪ ঘণ্টা পরও অধরা থেকে যাওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। এরপরই বুধবার সকালে অভিযান চালিয়ে খড়দা এলাকার রাসমণি মোড় থেকে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করে পঞ্চসায়র থানার পুলিশ।

আরও পড়ুনঃ ডোমকলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরপর তিনটি বাড়ি ভস্মীভূত

ফলে বুধবার পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার মোট চার জন। ধৃত চার জন হলো জয়ন্ত চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, তারক পাত্র ওরফে তারক এবং সুশান্ত কীর্তনিয়া ওরফে ধলু।

পুলিশ সূত্রে খবর, পূর্ব কলকাতার নবদিগন্ত এলাকায় নিজের বাড়ির বাইরে রাস্তার কুকুরদের মারার প্রতিবাদ করাতেই বিশ্বরূপ দাস নামে বছর পঁচিশের এক যুবককে পিটিয়ে খুন করা হয় মঙ্গলবার রাতে। রাতেই তাঁকে পিয়ারলেস হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে তারক, ধলু এবং আরও বেশ কয়েকজন দুষ্কৃতীর নামে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পঞ্চসায়র থানার পুলিশ। মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেফতারের পর বুধবার সকালে উত্তর ২৪ পরগনার খড়দা এলাকার রাসমণি মোড় থেকে তারক ও ধলুকে গ্রেফতার করা হয়।

মৃত যুবকের বাবা দেবু দাসের অভিযোগ, সোমবার রাত পৌনে বারোটা নাগাদ বাড়িতে ফেরে তার ছেলে বিশ্বরূপ। রাতের খাবারের প্রস্তুতি যখন চলছিল, ঠিক সেই সময় বাড়ির বাইরে প্রচুর কুকুরের ডাক শোনা যায়। সন্দেহ হওয়ায় দরজা খুলে বাইরে বেরিয়ে আসে বিশ্বরূপ।

দেবু বাবুর দাবি, তারক ও ধলু নামে কয়েকজন যুবক রাস্তার কুকুরদের বেধড়ক পেটাচ্ছিল। সেটা দেখতে পেয়েই প্রতিবাদ করে বিশ্বরূপ। আর তাতেই চরম বচসা বেধে যায় তাদের মধ্যে। অভিযোগ, সেই সময় কুকুরগুলোকে ছেড়ে বিশ্বরূপের ওপর চড়াও হয় তারক, ধলু সহ বেশ কয়েকজন।

বেধড়ক পেটানো হয় বছর পঁচিশের বিশ্বরূপকে। মৃতের বাবার অভিযোগ, মদের বোতল, ইট এবং উইকেট দিয়ে মারা হয় বিশ্বরূপকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বিশ্বরূপ।

পুলিশ সূত্রে খবর, মৃতের গলার ডান দিকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মদের বোতলের কাঁচ গেঁথে গিয়েই রক্তক্ষরণ হতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হতে পারে বিশ্বরূপের। প্রাথমিক তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন, মৃত যুবকের সঙ্গে আগে থেকেই পুরনো শত্রুতা ছিল অভিযুক্তদের।

সেদিন রাতে অভিযুক্তরা সকলেই মদ্যপ অবস্থায় ছিল। এরপরই পরিকল্পনা করে তারা প্রথমে কুকুরদের মারতে শুরু করে। বিশ্বরূপ বেরিয়ে এসে প্রতিবাদ করলে তারা তাকে বেধড়ক মারতে শুরু করে। আর তাতেই সংজ্ঞাহীন হয়ে প্রাণ হারান বিশ্বরূপ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here