নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা।
এরপর সেখানে একটি রাজস্থানের ১২ চাকার ট্রাক আটক করা হয় । তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর সোনা। ধৃতদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান্ত কুমার ও দীপক কুমার। ধৃতরা রাজস্থানের বাসিন্দা।
ডিআরআই( ডাইরেক্টোরেট অফ রেভেনিউ ইনটালিজেন্স)সূত্রে জানা গেছে যে, ওই ট্রাক থেকে ২০২টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন ৩৩ কেজি ২৫২ গ্রাম।
আরও পড়ুনঃ মাটিগাড়ায় ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২
আনুমানিক বাজারমূল্য ১৭ কোটি ৫১ লক্ষ ৭১ হাজার ১৬৮ টাকা। উদ্ধার হওয়া সোনাগুলো ইন্দো-মায়ানমার সীমান্ত হয়ে অসম থেকে শিলিগুড়ির দিকে আসছিল।
ধৃতদের এদিন শিলিগুড়ি আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে ডিআরআই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584