বাসন্তীতে গালিগালাজের প্রতিবাদ করায় প্রতিবাদী গৃহবধূকে মারধোর

0
42

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ

প্রতিবাদী এক গৃহবধূকে বেধড়ক মারধোর করার অভিযোগ উঠলো এলাকার মদ্যপ চার যুবকের বিরুদ্ধে। বেধড়ক মারধোরের ফলে আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গৃহবধূ সবিতা রায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ফুলমালঞ্চ গ্রামে।

hospital in basanti | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় সূত্রে জানাগিয়েছে এদিন রাত প্রায় নটা নাগাদ পাড়ার চার যুবক – মিঠু মাইতি,প্রমথ মাইতি,কালি নস্কর ও বাবু নস্কররা এলাকায় মদের আসরে বসে আকন্ঠ মদ পান করে। পরে মদ্যপ অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। পাড়ার মহিলারা অকথ্য গালিগালাজ শুনে মুখে কাপড় দিয়ে যে যার বাড়িতেই চলে যায়। অভিযোগ, গালিগালাজের মাত্রা ক্রমে আরও কয়েকগুণ বেড়ে যায়। প্রতিবাদ করতে আসরে নামেন স্থানীয় যুবক বসুদেব রায়।

আরও পড়ুনঃ বৃদ্ধি পাচ্ছে আলিপুরদুয়ারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা

কেন গালিগালাজ করছে, প্রতিবাদ করতেই মদ্যপ চার যুবক প্রতিবাদীকে ব্যাপক মারধোর করে। পরে একটি বিদ্যুতের খুঁটির গায়ে জাপটে ধরে প্রতিবাদী ওই যুবকের গলায় লাঠি দিয়ে চেপে ধরে তারা। প্রতিবাদী যুবকের চিৎকারে পাড়ার লোকজন বেরিয়ে আসেন। বেরিয়ে আসেন প্রতিবাদী যুবকের বৌদি সবিতা রায়। মদ্যপ চার যুবক তার দেওরকে বেধড়ক মারধোর করছে দেখে তিনি উদ্ধার করতে এগিয়ে যান।

housewife | newsfront.co
সবিতা রায়। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ জমিতে আল কাটা নিয়ে গন্ডগোল, দাদার মাথায় কোদালের কোপ ভাইয়ের

অভিযোগ, সেই সময় প্রতিবাদী যুবককে ছেড়ে দিয়ে প্রতিবাদী গৃহবধূর উপর লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে মদ্যপ চার যুবক। গৃহবধূর মাথায় লাঠি দিয়ে ব্যাপক মারধোর করে তারা।অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সবিতা দেবী। সেই মুহূর্তে আবার অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে এলাকা ছেড়ে পালিয়ে যায় মদ্যপ যুবকরা।

স্থানীয়রা প্রতিবাদী গৃহবধূ সবিতা রায়কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই গৃহবধূ আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে গৃহবধূর স্বামী মদন রায় মদ্যপ যুবকদের বিরুদ্ধে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলেও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here